Friday, June 18, 2010

নদীতে- নদীতে

শীতলক্ষায়
ভীত লোক খায়
কুমীরের ঘুষি।

সুরমার ধারে
বুড়ো মা’র ঘাড়ে
চড়ে মৌটুসি।

যত সাতরাই
সরু আত্রাই
তত হয় টানা।

পশুর নদীতে
শ্বশুর গদীতে
ভয়ে আধখানা।

নাফ-আদালতে
বিচারের মতে
দিলো ব্যাঙ রায়।

ঘণ গারদে
শুধু পারদে
রবে ট্যাংরায়।